বিশেষ প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলাধীন আমবাড়ি এবিসিডি একাডেমীর বাৎসরিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের বিগত বছরের কার্যক্রম তুলে ধরা হয় এবং চলতি ও আগমী বছরের কর্মপরিকল্পনা উপস্থিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটর সভাপতি মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও প্রিন্সিপ্যাল মো. মাসুক আহমেদের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় গভর্নিং বোর্ডের পরিচালক মো. আবু তাহের।
অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটর সহ সভাপতি মো. নুর উদ্দিন, অভিভাবক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সন্তুুশ চন্দ্র, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, আমবাড়ি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মো.তৈয়বুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকায় এই প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে শিক্ষার যথাযথ মান বজায় রেখে সেবা দিয়ে যাচ্ছে নানান প্রতিকূলতা সত্বেও। আমাদের বিদ্যালয়ে থেকে প্রতি বছর পিএসসিতে শতভাগ এ প্লাস ও গোল্ডেন এ প্লাস শিক্ষার্থী বের হয়। যা অভিভাবকের সাথে সাথে আমাদেরকেও গর্বিত করেছে। আগমীতেপ সেই ধারাবাহিতা ধরে রাখতে সবার সম্মিলিত সহযোগীতা প্রয়োজন। এসময় অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন দাবি-দাওয়া উত্তাপিত হলে, আগমী বছরের মধ্যে নিজস্ব জায়গাতে ভবন নির্মাণের উদ্যোগ এর কথা জানান পরিচালকগন। এছাড়াও ক্লাসরুম আধুনিকায়ন সহ মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার ঘোষণা দেয়া হয় অভিভাবক সমাবেশ থেকে।
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের র্যরলী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমবাড়ি উচ্চ বিদ্যালয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এতে বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।