1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তাহিরপুরে ভূমি বন্দোবস্ত বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মার্চ, ২০১৯, ৫.১৩ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নের রামসিংহপুর,হুকুমপুর ও শিবপুর গ্রামবাসীর খেলার মাঠ,ঈদগাহ মাঠ,বৈশাখী ধানের খলা ও সনাতন ধর্মালম্ভীদের শিবচতুর্দশীব্রত উদযাপন ও অষ্ঠমী মেলার স্থান বন্দোবস্ত বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নের রামসিংহপুর,হুকুমপুর ও শিবপুর এ ৩টি গ্রামের সাধারন লোকজনের আয়োজনে শতাধিক মানুষের উপস্থিতিতে বন্দোবস্তকৃত স্থানে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনু হোসেন,মোস্তাফিজুর রহমান খোকন,মোহাম্মদ তারা মিয়া,হিমাংশু রঞ্জন তালুকদার,জগত তালুকদার,আবুল হোসেন মনু,আনোয়ার হোসেন,তোফাজ্জ্বল হোসেন,আবুল কালাম,জামাল মিয়া প্রমুখ।
মাববন্ধন চলাকালে বক্তারা বলেন, শ্রীপুর দক্ষিন ইউনিয়নের রামসিংহপুর,হুকুমপুর ও শিবপুর গ্রামবাসীর খেলার মাঠ,ঈদগাহ মাঠ,বৈশাখী ধানের খলা ও সনাতন ধর্মালম্ভীদের শিবচতুর্দশীব্রত উদযাপন ও অষ্ঠমী মেলার স্থান হুকুমপুর গ্রামের ধনাঢ্য ব্যাক্তি আব্দুল বারিক তার নিজ ও আত্বীয়স্বজনের নামে বন্দোবস্ত নেয়। এমতাবস্থায় বর্ণিত পতিত ভুমিটি বন্দোবস্ত বাতিল না করিলে আমাদের ৩ টি গ্রামের জনগুরুত্বপুর্ন কাজে ব্যাবহত স্থানটি চিরতরে ঘ্রাস করে ফেলবে এই ভুমিখেকোরা। এ ছাড়াও অকাল বন্যায় ফসলহানির সময় বোরো ফসল তোলার একমাত্র উচুঁস্থান ছিল এই জায়গাটি। আমাদের এই মানবন্ধনে উপস্তিত সবাই বন্দোবস্তকৃত জায়গাটি বাতিল করার জন্য বর্তমান সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!