হাওর ডেস্ক::
রাজধানীর বনানীতে বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।
ইতোমধ্যেই বহু মানুষ ভবনটি থেকে লাফিয়ে পড়ে হতাহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। হতাহতের সঠিক সংখ্যাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাতে গিয়ে পানির সংকটে পড়েছেন। ২২ তলা ভবনটিতে বহু লোকজন আটকা পড়েছে। বাইরে থেকে তাদের বাঁচানোর আকুতি শোনা যাচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষ।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৩টি ইউনিট। তবে পানি সংকটের কারণে থেমে থেমে পানি দেওয়া হচ্ছে আগুনে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুনে পুড়ে ভবনের গ্লাসগুলো খসে পড়ছিল।
অনেকেই বাইরে থেকে পানি ও বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এখন পর্যন্ত আগুনের ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।