1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে গুণীজনদের সম্মাননা

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মার্চ, ২০১৯, ২.২৮ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

মো. আব্দুল শহীদ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গাঁরচর ইউনিয়নের বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে গুণীজনদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে হাফেজ মাও: আব্দুস শহীদের উপস্থাপনায় ও বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াবুন নুর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খাইরুল হুদা চপল। তিনি বলেন, মরহুম আবুল কালাম আজাদ একজন ভাল মানুষ ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়টি আজ প্রতিষ্ঠিত হয়েছে। রঙ্গারচর ইউনিয়নের ছাত্রছাত্রীরা এক সময় অনেক কষ্ট করে শহরে গিয়ে লেখাপড়া করত। তিনি বেচেঁ থাকলে রঙ্গারচর ইউনিয়নে আর বেশী বেশী করে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত হত। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, সাবেক মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষানুরাগী আবু সাইদ, রঙ্গাঁরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহছান আহমেদ উজ্জল, সহ-সভাপতি কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, সদর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, লন্ডন প্রভাসী আলী আহমদ, আনছার কমান্ডার আব্দুন নুর, গোলাপ মিয়া, মুক্তিযোদ্ধা মনসুর আহমদ, নুর উদ্দীন, অভিবাবক সদস্য মমিনুল ইসলাম মমিন, রঙ্গাঁরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখছেদ আলী, লক্ষশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদেক আহমদ, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, গৌরারং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্মৃতি রতœ দাস, সাধারণ সম্পাদক হোসেন আলী।
এ সময় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আস্কর আলী,সহকারি শিক্ষক জাকির হোসেন, আজিজুর রহমান, দেয়োয়ার হোসেন, সহকারি শিক্ষক নুরুল ইসলাম ও মাওলানা গোলাম মোস্তফা, নুরুল হক মুন্সী, অবসর প্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বনগাঁও, ছমেদনগর ও নৈইগাং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ শতাদিক লোকজন অংশ নেন।
এদিকে সকাল সাড়ে ১১ টায় মঙ্গলকাটা মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয়ে নিহত জয়নাল আবেদীনের হত্যা কারীদের গ্রেফতার ও আটককৃত খুনীদের রিমান্ডের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর নগর ইউপি-চেয়ারম্যান মো মোখছেদ আলীর সভাপতিত্বে ও হানিফ মিয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত চেয়ারম্যান খাইরুল হুদা চপল, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা অরুণ মিয়া, ইউপি-সদস্য আজিজ আহমদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর নগর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাজ উদ্দীন, সহ-সভাপতি নুরু মিয়া, প্রচার সম্পাদক জালাল উদ্দীন, তরুণলীগ নেতা শফিকুল ইসলাম জয়নালের স্ত্রী আফরোজা বেগম।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!