বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দশ উপজেলায় কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। প্রায় ৭ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাওরের বোরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। কৃষকরা জানিয়েছেন প্রতিটি উপজেলায়ই আগাম চাষ করেছেন এমন জমিতে ধান পাকতে শুরু করেছিল। তাই বোরো ফসল শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে কৃষকের। তবে কৃষি বিভাগ জানিয়েছে শিলার আকার ছোট এবং বেশি পরিমাণে শিলাবৃষ্টি না হওয়ায় ক্ষতি তেমন হবেনা।
কৃষকরা জানান, রবিবার বিকেল ৩টার দিকে আকাশ গুমোট কালো করে কালবৈশাখি ঝড় শুরু হয়। কিছুক্ষণ পরে শিলা বৃষ্টিও শুরু হয়। প্রায় সাত মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। পরে শিলাবৃষ্টি থামলেও বৃষ্টি ছিল। সন্ধ্যা ৬টায় আবারও বৃষ্টি ও ঝড় শুরু হয়। এতে জেলার বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বশির উদ্দিন সরকার বলেন, ১০ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে শিলার আকার ছোট ও কম সময় ব্যাপী শিলা হওয়ায় ক্ষতির আশঙ্কা কম। তবে আমরা খোজ খবর নিয়ে প্রকৃত ক্ষয় ক্ষতির নিরূপণ করার চেষ্টা করছি।