স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
জেলার তাহিরপুরে সবচেয়ে বৃহৎ শাহ্ আরফিন মেলাকে কেন্দ্র করে গড়ে উঠা মেলার প্রতিটি দোকান থেকে প্রতি ১ হাত জায়গার জন্য ৫০০ টাকা করে লক্ষ লক্ষ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাশালী সিন্ডিকেট। প্রতি বছরই তিনদিন ব্যাপী ওরসের সময় চাদাবাজি করে একটি সিন্ডিকেট। এবারও দোকান বসানোর নামে চাদা আদায় ও দান বাক্সের টাকাও বাটোয়ারা করে নেওয়া হয়।
এমন সংবাদ বিভিন্ন অনলাইনসহ স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশের পর তাহিরপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলা প্রশাসন এর পক্ষ থেকে শাহ আরফিন মেলায় চাদাঁবাজি বন্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে মেলায় আসা দেশের বিভিন্ন প্রান্ত হতে লাখো ভক্তদের দেয়া দানের টাকার বাক্সে তালা দিয়েছে প্রশাসন। বর্তমানে এই তালার চাবি রয়েছে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নিকট।
মেলায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আমিমুল এহছান খান জানান, শাহ আরফিন মেলায় চাদাঁবাজি বন্ধ করতে আমরা অভিযান চালাচ্ছি। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালালেও এখন পর্যন্ত কোন চাদাঁবাজকে হাতেনাতে ধরা যাচ্ছে না।
তিনি আরো জানান, অভিযোগ রয়েছে ভক্তদের দেয়া মেলার দান বাক্সের টাকা রাতের আধারে সরিয়ে নেয়া হয়, তাই আমরা এটি তালা মেরে রেখেছি। চাবিটি বর্তমানে আমার কাছে রয়েছে। পরে প্রশাসনের লোক সহ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে তালা খোলা হবে।
উল্লেখ্য প্রতি বছর ওরসের সময় দোকানদারদের কাছ থেকে প্রায় ২০-২৫ লাখ টাকা চাদা তোলা হয়। মোটর সাইকেল ভাড়ার নামেও কয়েক লাখ টাকা তোলা হয়। তাছাড়া দানবাক্সে নগদ ১০-১৫ লাখ টাকাসহ গরু, হাস মোরগসহ মূল্যবান মানতের উপকরণও দান করেন ভক্তরা। এই বিপুল টাকা প্রতি বছর ভাগ করে নেয় একটি সিন্ডিকেট।