নুরানির দু’তলার সিঁড়িতে পা দিয়েছি কেবল
একজন আমার সঙ্গে হঠাৎ চিত্রবন্দি হবার খেয়ালে
মেতে উঠে পাশে দাঁড়াতেই
ইয়া লম্বাতাজা এক চোখা ক্যামেরার কেরদানি শুরু
মুক্তবাজারের বাণিজ্যে বসতি লক্ষ্মী দেখ বা হে তার
কী দারুণ কেরদারিসমা দেখায় জগতে
কী অবাক ! এ তো ক্লাসের সেই গাধাটা।
সরস্বতির বরপুত্র না হলেও কালক্রমে লক্ষ্মীর বরপুত্র
হয়েছে ঠিকই
এতক্ষণে অরিন্দম বুঝেছি বিষদে
মুক্তবাজার তুমি নমস্য জগতে তোমাকে প্রণাম
কাগজী তুমি কী ভীষণ বিখ্যাত
দু’তলায় উঠে সিদ্দিকের প্রশ্ন মন্তব্য কৌতুকী
‘কার হঙ্গে ছবি তুলছইন বুঝঝইননি ?
সুনামগঞ্জের টপ টেরর।’
আমার মতো মাস্টরের ছাত্র কতো উল্টে সিডি আছে
জেলায় জেলায়
উপরি গু খেয়ে খেয়ে তারা মোটাতাজা গরু
একজন হলোই বা এমন টেরর অবিচ্ছেদ্য লেজ তার
কোনও এক ক্যামেরাবাহক
স্বভাবের চঞ্চলতা ঝেড়ে আস্তেধীরে বলি
‘বুঝতো অইবোতো কার ছাত্র।’ আর
মনে মনে বলি, ‘ক্ষমা করে দিস বাপ।
অক্ষম গুরুকে তুই ক্ষমা করে দিস।
এই গাধা ! আমি তোকে খুব ভালোবাসি।’
(দৈনিক সুনামকণ্ঠ ॥ ১০ এপ্রিল ২০১৯ ।)