স্টাফ রিপোর্টার::
গত ১০ জানুয়ারি দুটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল ৪পর্যন্ত ভোট শহরের তেঘরিয়া মাদ্রাসা ও বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থগিত ভোট কেন্দ্রের মোট ভোটসহ সর্বমোট ২২ হাজার ৮শ ৭৫ ভোট পেয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদিয়া বখত সুরভী পেয়েছেন ১৮ হাজার ৭৯ ভোট।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।