তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও যুবদল আহবায়ক বোরহান উদ্দিন আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার দুপুরে মধ্যনগর থানা আওয়ামী লীগ আয়োজিত উবদাখালী নদী ও কায়েতকান্দা সুমেশরী নদীর উপর ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন ও মধ্যনগরকে আধুনিকায়ন করার লক্ষ্যে এক জনসভায় বোরহান উদ্দিনকে আওয়ামী লীগের সুবিদাবাদী কিছু নেতা কৌশলে অতিথিদের চোখে ধুলো দিয়ে আওয়ামী লীগে যোগদান করান। তবে ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের জামায়াত বিএনপির আওয়ামী লীগে যোগদান থেকে সতর্ক থাকতে নির্দেশনা দিলেও সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা মানা হচ্ছেনা। স্থানীয় সুবিদাবাদী কিছু নেতা স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলামের একটি সভায়
মন্ত্রী ও অন্যান্য অতিথিদের না জানিয়ে বুরহান উদ্দিনকে কৌশলে এক সুযোগে আওয়ামী লীগে যেগদান করিয়ে নেয়। আমৃত্যু আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ বিরোধী এই নেতার হঠাৎ আওয়ামী লীগে যোগদান নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল আ.লীগের নেতৃবৃন্দ। তারর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র, সন্ত্রাস, নাশকতাসহ পুলিশ এসল্ট মামলাও রয়েছে।
পৃথক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিছ প্রমুখ।
এদিকে কেন্দ্রীয় আ.লীগ সাংগঠনিকভাবে জামায়াত বিএনপি থেকে কাউকে আওয়ামী লীগে হুট করে নেওয়া যাবেনা নির্দেশনা থাকলেও সেটা মাঠ পর্যায়ে না মানায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃবৃন্দ।