স্টাফ রিপোর্টার::
অবশেষে সুনামগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গত ২১ এপ্রিল ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পূর্বে অপূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব বহাল রেখেই নতুন করে অন্যদের যুক্ত করা হয়েছে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যথাক্রমে কলিম উদ্দিন মিলন ও নূরুল ইসলাম নূরুল। তবে নবঘোষিত কমিটিতে ৩০জন উপদেষ্টা রয়েছেন। এক নম্বর উপদেষ্টা করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম. কয়ছর আলম। কমিটিতে সাবেক সংসদ সদস্য এডভোকেট ফজলুল হক আছপিয়া, নাছির উদ্দিন চৌধুরী, নজির হোসেন ও মিজানুর রহমান চৌধুরীকে সদস্য করা হয়েছে।
কমিটিতে ৩০ জন উপদেষ্টা, সহসভাপতি ২৮জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৬জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, সহ সাংগঠনিক সম্পাদক ৬জন এবং সদস্য রয়েছেন ৪০জন।