শামছুল আলম আখন্ঞ্জী: সুনামগন্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদে ভিট পুলিশিং অফিস উদ্বোধন করেন পুলিশ সার্কেল বাবুর আক্তার। আজ( ২৪শে এপ্রিল) সকাল ১১:০০ঘটিকার সময় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের হল রুমে তাহিরপুর উপজেলা আওয়ামীগের সভাপতি আবুল হুসেনের সভাপতিত্বে তাহিরপুর থানার ইনচার্জ নন্দন কান্তি ধর এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সার্কেল বাবুল আক্তার। তিনি বলেন আইনের শাসন সব জন্য সমান কিন্তু যোগাযোগের কারনে গরীব দিন মুজুর এরা উপজেলা সদরে যেতে পারে না। শেখ হাসিনা সরকার এই দিগ বিবেচনা করে সাধারন মানুষ যাতে আইনী সুযোগ সুবিধা ভোগ করতে পারে। তাই আজকের ভিট পুলিশিং কার্যকর্ম চালু করলাম।
ভিট পুলিশিং এর কার্য কর্মের মূল উদ্দেশ্য হিসেবে তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে মাদক বাল্য বিবাহ ইপটিজিং মুক্ত করা হবে।
তাহিরপুর উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদে সাতটি ভিট পুলিশিং অফিস থাকবে। এই অফিসে একজন ভিট কর্মকর্তা ও একজন সহকারী কর্মকর্তা থাকবেন। শ্রীপুর উত্তর ইউনিয়নে ভিট পুলিশিং অফিসে নিয়োগ দেওয়া হয়েছে, তাহিরপুর থানার এস আই মহিতকে ভিট কর্মকর্তা, এ এস আই মুছাকে সহকারী ভিট কর্মকর্তা হিসাবে পরিচয় করিয়ে দেন পুলিশ সার্কেল বাবুল আক্তারভিট পুলিশিং সেবা সপ্তাহে দুই দিন চালু থাকবে। এর পর ও যদি জরুরি মামলা হয় তাহলে ভিট কর্মকর্তা আসবেন, বলেন বাবুল।
উদ্বোধন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জনতা উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক হাবিবুর রহমান শফিকুল ইসলাম মেম্বার মিনারা বেগম শাজিনূর মিয়া মেম্বার প্রমুক।
সভায় উপস্তিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বি এন পি সভাপতি মোশাহিদ আলম সাংবাদিক শামছুল আলম আখন্ঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বদিউজ্জান ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামনূর আখন্ঞ্জী বি এন পির নেতা কবির আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আওয়ামীলীগ নেতা দিনসাদ খাঁ ইউনিয়ন কৃষকলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফজ্জল শাহ ৮নংওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাছান আলী আখাঞ্জী ডলু প্রমুক।