স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে উত্তোলিদ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদ হাসানের চিকিৎসা সহায়তায় ২৬ হাজার ১০০ টাকা সহায়তা তহবিলে দান করা হয়েছে। তাহিরপুর উপজেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে এই সহায়তার টাকা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মোদাচ্ছির আলম। বুধবার দুপুরে তিনি সহায়তার টাকা তুলে দেন। এসময় জেলা প্রশাসক তাহিরপুরের শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতামূলক মনোভাবের জন্য ধন্যবাদ জানান।