রাজন চন্দ্র, তাহিরপুর:
তাহিরপুরে নবম শ্রেণীর ছাত্রীদের নিয়ে ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ ও মাদক নির্মূলে করনীয় শীর্ষক এক সচেতনতা মূলক ক্লাস নিয়েছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর।
বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীদের নিয়ে ওসি নন্দন কান্তি ধর এ সময় বিভিন্ন বিষয়ে সচেতনতা মুলক বক্তব্য রাখেন।
ওসি নন্দন কান্তি ধর বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে উত্তরণের জন্য সচেতনতা বৃদ্ধি করা জরুরী। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা সচেতন হলে এ সমস্যা গুলো দূর করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোথাও কোন প্রকার অসংগতি দেখলে বা যে কোন প্রয়োজনে তোমরা সরাসরি আমাকে ফোন করবে। এছাড়াও জাতীয় জরুরী সেবার নাম্বার ‘৯৯৯’ এর মাধ্যমে সহজে সেবা পাওয়ার বিষয়টিও শিক্ষার্থীদের অবহিত করেন তিনি । তিনি আরো বলেন পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এ সচেতনতা মূলক সভা আয়োজনের মধ্যদিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন করা হবে।