স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পুরাণ লক্ষণশ্রী গ্রামে তালগাছের চারা রোপন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।
২৫/০৪/২০১৯ তারিখ বৃহষ্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গুচ্ছগ্রাম-২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম-২ এ তাল গাছের চারা রোপন করেন তিনি
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা, সহকারী কমিশনার (গোপনীয়) আসিফ আল জিনাত, সুনামগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, ব্রজপাতে প্রাণহানি কমাতে ও ফলজ বৃক্ষ হিসেবে ৩ হাজার ৫শত তাল গাছের চারা রোপন করা হবে।