হাবিবুর রহমান- হাবিব, শাল্লা:
গাছ আমাদের প্ররম বন্ধু, গাছ আমাদের ফুল-ফল সবই দেয়। সবুজ পৃথিবী গড়তে গাছের বিকল্প নেই। বিশেষ করে আমাদের হাওর এলাকায় বজ্রপাত প্রতিরোধে বেশি করে তাল গাছ লাগাতে হবে। ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে, ২৭ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের নিয়ে বজ্রপাত প্রতিরোধে করণীয় সম্পর্কে এক আলোচনায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন এসব কথা বলেন। পরে প্রত্যেক কে একটি করে তালের চারা প্রধান করা হয়।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীন মুহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায় পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে একটি করে তালের চারা বিতরণ করা হবে।