স্টাফ রিপোর্টার::
ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রয়াত জাতীয় নেতা ও স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন সংগঠন স্মরনসভা, দোয়া মাহফিলের আয়োজন করেছে। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার প্রোজ্জ্বল স্মৃতি রক্ষার দাবি জানিয়েছেন।
শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু,সহসভাপতি মজনু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট বুরহান উদ্দিন, জামাল আহমেদ, মখলিছ রহমান প্রমুখ।
এদিকে আব্দুস সামাদ স্মৃতি পরিষদের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম মসজিদে বিশেষ প্রার্থনার আয়োজন করেন।