তাহিরপুর সংবাদদাতা::
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২৩-২৯এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সাপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে সমাপনী দিনে সোমবার দুপর ১টায় টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপসহাকারী মেডিকেল অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজুনুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার,ডাঃ মৃতুঞ্জয় কুমার সরদার,সাব্বির আহমদ,সিনিয়র ষ্টাফ নার্স সুমনী আক্তার,সৌহার্দ ৩প্রজেক্ট টেকনিক্যাল অফিসর কবিতা রানী ঘোষ প্রমুখ। পরে ৭দিনে বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহনকারীগনের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।