দিরাই প্রতিনিধি :
‘শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ‘ এই শ্লোগান নিয়ে কমিউনিটি ক্লিনিকের ১৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিরাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মো. আবুল কালাম‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএনও (দায়িত্বপ্রাপ্ত) বিশ^জি’ দেব, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফৌরদৌসি, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, মেডিকেল অফিসার ডা: সুমন চৌধুরী প্রমুখ।