হাওর ডেস্ক:
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমে জার্সির কালার নিয়ে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।
মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালে তিনি ক্রীড়া মন্ত্রনালয় ও বিসিবি দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সোমবার বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঝড় উঠেছে এই জার্সি নিয়ে। কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাচ্ছে (সোমবার) বাংলাদেশ ক্রিকেট টিম তাদের প্রথম জার্সি খেলে পরে ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখন সারা দেশের মানুষ দেখেছে। এই জার্সি ২০১৭ সালে পাকিস্তান ক্রিকেট টিমের যে জার্সি ছিলো সেই জার্সির রঙের এবং আমাদের যে লাল সবুজের পতাকা আমাদের যে আবেগ ভালোবাসা, আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই লাল সবুজের লাল রং জার্সিতে নেই। এই কর্মকান্ডের জন্য বিসিবি’র যারা জার্সির নকশা করেছে তারা এইটির জন্য দায়ি। এ বিষয়ে বিসিবি ও ক্রীড়া মন্ত্রনালয় কোনো বক্তব্য রাখে নাই। আজকে অনলাইনে দেখেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে খেলোয়াড়দের সাথে যখন কথা বলেছেন তখন তিনি বলেছেন লাল সবুজ থাকবে এবং এই জার্সি বদল হবে।
সংসদ সদস্য পীর মিসবাহ বলেন, আমাদের সবকিছু এমনকি ক্রিকেট টিমের জার্সিতে এসেও মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলতে হয় সিদ্ধান্ত দিতে হয়। পাকিস্তানি টিমের জার্সি থেকে বাংলাদেশ পতাকার জার্সির রং ফেরত আনতেও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে হয়। আমাদের বিসিবি আমাদের ক্রীড়া মন্ত্রনালয় কি করে মাননীয় স্পিকার আমরা জানি না। সমস্ত যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে ঝড় উঠেছে আমাদের মানুষের হচ্ছে ক্রিকেটের জার্সি নিয়ে। এই বিশ্বকাপে আমাদের খেলোয়াড়রা যখন খেলবে সমস্ত বাংলাদেশের মানুষেরা আবেগ অনুবতি নিয়ে থাকবে। কিন্তু এই জার্সিতে পাকিস্তানের রং কেমন করে আসে সেটির বক্তব্য ক্রীড়া মন্ত্রী আজকে সংসদে আছেন তিনিও দেন নাই, বিসিবিও বক্তব্য দেন নাই।
উল্লেখ্য, সোমবার (২৯ এপ্রিল) উন্মোচন করা হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি। কিন্তু এই জার্সি নিয়ে হতাশা প্রকাশ করেছেন টাইগার সমর্থকদের বড় একটা অংশ। সামাজিক যোগাযোগের মাধ্যমেও শুরু হয়েছে তীব্র সমালোচনা। কেউ কেউ বলছেন, এই জার্সির সঙ্গে আয়ারল্যান্ড ও পাকিস্তানের জার্সি মিল আছে।
পরে ওইদিন রাতেই বিশ্বকাপ ক্রিকেটের জন্য তৈরি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলে যাচ্ছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ।