স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার গৌরবের ৭৫ বছর উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০১৯ উদযাপন পরিষদ সিলেটে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করেছে। ১ মে বুধবার বিকেলে সিলেটের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে সিলেটে অবস্থানরত কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরাসহ সুনামগঞ্জের উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে সাড়ম্ভর করতে সিলেটে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে দুটি কমিটি গঠিত হয়েছে। পৃথক দুই কমিটি আলাদাভাবে নারী ও পুরুষদের মধ্যে কাজ করবে। দুটি কমিটিকেই আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন ফরম প্রদান করেন উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী।
সরকারি কলেজের প্রাক্তন প্রফেসর মো. আব্দুর রশিদের সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতিবিনময় সভায় বক্তব্য দেন মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসর আতাউর রহমান পীর, মুক্তিযোদ্ধা ও সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি সুব্রত পুরকায়স্থ, সুখেন্দু সেন হারু, এডভোকেট রোকেস লেইস, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীর, সঞ্চিতা চৌধুরী, এডভোকেট শহিদুজ্জামান চৌধুরী, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলি পুরকায়স্থ, এডভোকেট আইনুল ইসলাম বাবলু, এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, ডা. শামীমা আক্তার, ডা. মঈনুল ইসলাম চৌধুরী নান্না, এডভোকেট সাহারুল আলম, ইশতিয়াক শামীম, ড. খায়রুল কবীর রোমেন পিপি, শাম্মী আক্তার, সহকারি পুলিশ সুপার নির্মল চক্রবর্তী, এডভোকেট আব্দুল হক, বদরুল হক চৌধুরী সায়েজ, এডভোকেট আনোয়ার হোসেন সুমন, এডভোকেট এনাম আহমেদ, কানিজ ফাতেমা, শিল্পি বেগম, আশরাফ হোসেন লিটন, এডভোকেট কল্লোল তালুকদার চপল, সাংবাদিক খলিল রহমান, শামস শামীম, এ আর জুয়েল, সুফি সুফিয়ান প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিতে কলেজের প্রাক্তন ছাত্রী ও ছাত্রদের নিয়ে দুটি কমিটি গঠিত হয়। এই দুই কমিটি সিলেটে অবস্থানরতদের নিয়ে কাজ করে উদযাপন পরিষদকে সহযোগিতা করবে। নারী কমিটির আহ্বায়ক বাবলী পুরকায়স্থ এবং সদস্য সচিব ডা. শামীমা আক্তার। পুরুষ কমিটির আহ্বায়ক এডভোকেট শহিদুজ্জামান চৌধুরী এবং মঞ্জুর মোরশেদ টিপু। দুই কমিটির সঙ্গে সমন্বয় করে সহযোগিতা করবেন এডভোকেট মো. আনোয়ার হোসেন।
উল্লেখ্য চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। উদযাপনে প্রতি শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফিস নেওয়া হচ্ছে ১ হাজার টাকা। প্রতিটি ফ্যামেলি সদস্যের ফিস ৫০০ টাকা। সুনামগঞ্জ, সিলেট, লন্ডন, আমেরিকায়ও রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। অনুষ্টানটি উৎসবমুখর করতে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে প্রচারণার পাশাপাশি সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।