তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় তিনটি গরু আটক করেছে।
বিজিবি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে চাঁনপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক শরিফুল ইসলাম ও এফএস সদস্য নায়েক তসলিম উদ্দিন প্রধানের নেতৃত্বে চাঁনপুর সীমান্তের মেইন পিলার ১২’শ ৩এর ১’শ গজ বাংলাদেশ অভ্যান্তরে বারেকটিলা নামক স্থান থেকে গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা তিনটি গরু আটক করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা দৌড়ে পালি যায়। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানিয়েছেন, আটককৃত গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ের মাধ্যমে নিলামকার্য প্রক্রিয়াধীন।