হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
শিক্ষা নিয়ে গড়ব দেশে’ শেখ হাসিনার বাংলাদেশ’ রাষ্ট্রীয় আইন মেনে চলি’ অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি’ শিক্ষায় সমান সুযোগ চাই’ একীভূত শিক্ষার বিকল্প নাই’ এ শ্লোগান কে সামনে রেখে- ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (NAAND) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ, ঢাকা এর আয়োজনে সুনামগঞ্জের শাল্লা উপজেলা হলরুমে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এ্যানডিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন) এর সভাপতিত্বে,শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপুরঞ্জন দাস,শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, আটগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা উত্তমকুমার মন্ডল।
উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, এবং কলেজ পর্যায়ের প্রভাষক বৃন্দ ও দাখিল মাদ্রাসার সুপার ও সহকারী সুপারদের নিয়ে অনুষ্ঠিত ওয়ারিয়েন্টেশন ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিন ও চুনারুঘাট সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ রবিউল হোসেন।
অনুষ্ঠানে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (NAAND) শীর্ষক প্রকল্পটির লক্ষ্য উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করা হয়।