সাইফ উল্লাহ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরাঞ্চল ফেনারবাক ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেল জামালগঞ্জ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, পরিবার পরিকল্পনার পরিদর্শক সিকাস্ত সরকার, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আসাদ আলী, মো. আলী আহমেদ, দিপক তালুকদার, অজিত কুমার সরকার, রফিকুল ইসলাম রানা, ইয়াসিন মিয়া, মোশারফ হোসেন, মিল্টন সরকার, আক্তার বানু প্রমূখ। বক্তারা বলেন, মানুষের জান মালের ক্ষতি হওয়াকে দুর্যোগ বলে। দূর্যোগ আসবেই, দূর্যোগের কবল থেকে রক্ষা পেতে হবে এই জন্য গণ সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি পাকনা হাওরের বাধ গুলো সুরক্ষা করতে হবে। যাতে করে পানি বাধে ডুকতে না পারে সে দিকে সবাই নজর দিতে হবে। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নৌকা সহ স্বেচ্ছা সেবকদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানান।