হাওর ডেস্ক::
সুনামগঞ্জ কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র আয়োজনে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সম্পদক দুর্জয় দও পুরকাস্থ সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা ভাইস চেয়াম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান, কর্নিকার মুক্ত স্কাউটস দলের সভাপতি মো. রুহুল আমিন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, কৃষক নেতা আব্দুল কাউয়ুম, সাংবাদিক মো.আমিনুল হক প্রমুখ।
বক্তারা বলেন,বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দিনদিন বাড়ছে।মানুষ চরমভাবে উদ্বিগ্ন। মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহানকে যারা নিষ্ঠুরভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এসব জঘন্য অপরাধ আরও ঘটবে, নুসরাতের মতো আরও অনেকে এই পরিণতির শিকার হবে। বাংলাদেশে এভাবে আর যেন কোনো নুসরাতের মৃত্যু না হয়। পাশাপাশি সমাজের সব শ্রেণি ও পেশার লোকজনকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- ২৪ ঘন্টার প্রতিনিধি কেএম শহীদুল, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সম্পদক মো.তাহের আলী, সদস্য অমিত দাস গুপ্ত, জাকারিয়া ইমন, লুৎফুর রহমান, সৈকত পাল, অনুশ্রী দাস, বর্ষা আক্তার, রাজ, সাগর, সামসুল, সজিব প্রমুখ।