জগন্নথাপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেগ্রযাত্রা অব্যাহত রাখতে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনি দেশের বিরুদ্ধে একটি মহল নানা নানা ষড়যন্ত্র করছে। দেশকে জঙ্গিবাদে পরিণত করতে গুলশান হামলার মতো নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে। তিনি আরো মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিতে ব্যাপক উন্নয়নমুলক কর্মসূচী বাস্তবায়ন করছে। বিদেশীরা আমাদের প্রশংসা করছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস নিমুলে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাংলার মাটিতে কোন জঙ্গিবাদের স্থান হতে পারে না।
জগন্নাথপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র কেন্দ্রীয় সংসদের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিরেন্দ্র কুমার দেব, আবদুল কাইয়ুম মশাহিদ, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দ সাব্বির আহমদ, আব্দুল মালিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, রানীগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ইমানী, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়া মীলীগ নেতা বিজন কুমার দে, শহিদুল ইসলাম লেছু, জামাল মিয়া তালুকদার, মুজিবুর রহমান মুজিব, ফিরোজ আলী, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জমশেদ মিয়া তালুকদার, রানীগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দ্বিপক কান্তি দে দিপাল,পাটলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুন মোহাম্মদ মতছির, রানীগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদ ছদরুল ইসলাম প্রমুখ।