স্টাফ রিপোর্টার::
১০ মে শুক্রবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এফআইভিডিবি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আয়শ্রণ-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি.। দরিদ্র লোকজন নিজেদের ঘর পেয়ে খুশি হয়ে মন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “সবার জন্য বাসস্থান” নিশ্চিত করার লক্ষ্যে “জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকার হতে হত-দরিদ্রদের এসব আধাপাঁকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বরাদ্দ প্রাপ্ত ১৬২টি ঘরের মধ্যে আজ ১৪৫টি পরিবারের মধ্যে বর্ণিত প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে পাঁচ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এসব ঘর নির্মাণের কাজ করা হয়েছে। অবশিষ্ট ১৭টি ঘরের কাজ দ্রুতই শেষ করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ।
চাবি হস্থান্তরের আগে মন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে উপকারভোগী রবীন্দ্র বিশ্বাস এর ঘর উদ্বোধন করেন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুনামগঞ্জ এর রুটিন দায়িত্বরত মোহাম্মদ সফিউল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী প্রমু। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।