বিশেষ প্রতিনিধি, তাহিরপুর:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ শুল্কস্টেশন বড়ছড়া, চারাগাও ও বাগলী দিয়ে দীর্ঘদিন থাকার পর ফের কয়লা আমদানি শুরু হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে কয়লা আমদানী চালুর খবরে আমদানীকারণ ও শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস ছিল। এসময় মুখরিত ছিল স্টেশন তিনটি। ভারত থেকে ট্রাকযোগে সারিবদ্ধভাবে নেমেছে কয়লা। আবার প্রাণচাঞ্চল্য দেখেছেন এলাকাবাসী।
নতুন করে কয়লা আমদানী চালুর সময় উপস্থিত ছিলেন, ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
জানা গেছে ভারতীয় পরিবেশবাদী সংগঠনের দায়েরকৃত মামলার কারণে সেখানকার আদালত কুপ খনন বন্ধ রাখায় বাংলাদেশে গত কয়েক বছর ধরে কয়লা আমদানী বন্ধ রয়েছে। মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য চালু করা হলেও ফের বন্ধ করে দেওয়া হয়। ফলে স্টেশন গিয়ে প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। মুখর স্টেশন মৃতপুরীতে পরিণত হয়। এবার
তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপ সূত্রে জানা যায়, সর্বশেষ ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ১৫ ই জানুয়ারি থেকে আদালতের রায়ের ফলে কয়লা আমদানি বন্ধ ছিল। পরে ২ দেশের কয়েক দফা বৈঠকের পরিপ্রেক্ষিতে, আদালত উত্তোলিত কয়লা রপ্তানির জন্য শুল্কষ্টেশন গুলি পুনরায় মঙ্গলবার চালু হয়। এবার ১৫দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্র জানায়।
এঙ্গলবার কয়লা আমদানিকালে উপস্থিত ছিলেন, ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশন সভাপতি। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর কয়লা আমদানি গ্রুপের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, কয়লা আমদানী কারক গ্রুপের কোষাধ্যক্ষ জাহের আলী প্রমুখ।