সাজ্জাদ হোসেন শাহ্, তাহিরপুর::
তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটাতে চাঁদাবাজী করার চেষ্টাকালে দুই চাঁদাবাজকে আটক করে ২০বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রামের ছমেদ মিয়ার ছেলে শরিফ মিয়া (১৮) ও রহমতপুর হোসেন মিয়া (৩৬)। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসানের নেতৃত্বে ও থানার এসআই মুহিত মিয়া, এসআই মো. হুমায়ুন কবির, বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই মনিরুল ইসলামের সহযোগীতায় উপজেলার সীমান্ত নদী যাদুকাটাতে চাঁদাবাজী করার প্রস্তুতিকালে তাদেরকে আটক করেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, আটকৃতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।