স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে মাধ্যমিক বিদ্যালয়ের ভূমিকা শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের হাওর বিলাস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও কেয়ার বাংলাদেশের হতায়তায় অনুষ্ঠিত পরিকল্পনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সুনামগঞ্জের দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশ নেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আইরিন আক্তার পান্না প্রমুখ।
বক্তারা শিক্ষকদেরকে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক পাঠদান পরিচালনার জন্য অনুরোধ জানান।