হাওর ডেস্ক::
জাতিসংঘের আন্তর্জাতিক একটি সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রবিবার (২৬ মে) রাত ১১টা ২০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন তিনি। ব্যাংককে অনুষ্ঠিতব্য ৭৫ তম জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) বার্ষিক অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শাহেদুর রহমান জানান, ব্যাংককে অনুষ্ঠিতব্য ৭৫ তম জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) বার্ষিক অধিবেশনে পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল রওয়ানা দিবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদও আছেন। আগামী ৩১ মে মন্ত্রী এম এ মান্নান দেশে ফিরার কথা রয়েছে।