তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের হাওরবেষ্ঠিত উপজেলা তাহিরপুরে সরকার কর্তৃক ধান ক্রয়ের পরিমান বৃদ্ধির দাবি জানিয়ে এবং ধানের সঠিক ক্রয়মুল্য বাস্তবায়ন ও কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী স্মারকলিপি প্রদান করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ।
রবিবার বিকেল ৪টায় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফ ইমতিয়াজ এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্তিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম,নুর উদ্দিন ইসলাম,রাজন চন্দ,ইয়াছির আরাফাত অপু প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার একমাত্র বোরো ফসলি তাহিরপুরে হাওর পাড়ের কৃষকদের জন্য সরকার ধান ক্রয়ের যে পরিমান বরাদ্দ দিয়েছে তা খুবই কম। হাওরাঞ্চলের কৃষকদের কথা চিন্তা করে এ উপজেলায় ধান ক্রয়ের পরিমান আরো বৃদ্ধির দাবি জানানো হয়।