সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের বার্ষিক উম্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্টিত হয়। বাজেট সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম চন্দ্র তালুকদার, ইউপি সচিব মো. হান্নান মিয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, বিশেষ অতিথি জামালগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাইফুল আলম, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা সহকারি প্রকৌশলী আনিসুর রহমান আনিস, সাংবাদিক আব্দুল আহাদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্যা বিউটি রানী পাল, মনেছা বেগম, ইউপি সদস্য সুফিয়ান, মশিউর রহমান, আব্দুল হাসিম, অজিত রায়, প্রণব কান্তি রায়, আব্দুল বাতেন, খোকন মিয়া সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ। উম্মুক্ত বাজেট সভা পেশ করেন ইউপি সচিব মো. হান্নান মিয়া, ২০১৯-২০২০ অর্থ বছরের মোট বাজেট ১ কোটি ৩৯ লক্ষ্যমাত্রা। বাজেট সভার শেষে। প্রধান অতিথি প্রিয়াংকা পাল বলেন, নারী নির্যাতন ও যৌতুককে না বলুন, যৌতুক একটি সামাজিব ব্যাধি ও ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য পরামর্শ প্রধান করা হয়।