স্টাফ রিপোর্টার::
গুমের শিকার স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর আয়োজনে ‘গুম বন্ধ কর’ ‘গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ প্রতিপাদ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডারা মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানবাধিকার কর্মী মুহাম্মদ আমিনুল হক এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও দিরাই উপজেলা বিএনপি নেতা কুদরত পাশা, জসিম উদ্দিন, গৌরারং ই্উনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা শাহাব উদ্দিন, জেলা মানবাধিকার কমিশনের নেতা সাইফুল আলম ছদরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইকবাল হোসেন, নিখোঁজ হওয়া রিপা বেগমের মা আজিজুন নেতা, মানবাধিকার কর্মী ও বিএনপি নেতা নুরুল হাসান আতাহের, কলেজ শিক্ষার্থী পাপ্পু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ তিন মাস অতিক্রম হলেও সুনামগঞ্জ সদর উপজেলার সদরঘর গ্রামের রিপা বেগম নিখোঁজ রয়েছেন। শহরের বনানী পাড়ার মেয়ে ‘মৌরীকেও’ খোঁজে পাচ্ছে না তার পরিবার।