তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্ত ফাঁড়ীরর বিজিবি সদস্যরা গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় অফিসার্স চয়েজ ৯৮ বোতল মদ আটক করেছে। বিজিবি সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে চানপুর সীমান্ত ফাঁড়ীর টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল হামিদের নেতেৃত্বে ও বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থার (এফএস) সদস্য নায়েক তসলিম উদ্দিন প্রধানের সহযোগীতায় চাঁনপুর সীমান্তের মেইন পিলার ১২ শ, ২ এর সাব পিলার ৫এর ৫০গজ বাংলাদেশ অভ্যান্তরে বারেকটিলা নামক স্থান থেকে ৯৮ বোতল অফিসার্স চয়েজ মদ আটক করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর মো. মেসবাহ উদ্দীন রাসেল জানিয়েছেন, আটককৃত মদের অনুমানিক মূল্য ১লক্ষ, ৪৭হাজার টাকা। এছাড়াও সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধ, নারী ও শিশু পাচারসহ সকল ধরণের সীমান্ত সংক্রান্ত অপরাধ বন্ধে বিজিবি সব সময় তৎপর রয়েছে।