1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে রাষ্ট্রীয় সফরে জাপান গেলেন ব্যবসায়ী সজিব রঞ্জন দাশ

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ মে, ২০১৯, ৫.২১ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গত মঙ্গলবার চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাপান গেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট এবং এফবিসিসিআইয়ের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিরা এই সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় অংশ নেন।
ব্যবসায়ী সজিব রঞ্জন দাশ বলেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বে বাঙালির প্রধান নেতা। তিনি এখন নানা যোগ্যতায় বিশ্ব নেতা। প্রবাসীদের প্রত্যাশা এই সফরের মধ্যে দিয়ে পারস্পারিক বাণিজ্য বাড়বে একই সাথে জাপানেও তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ, এমনটাই বলেন সজীব রঞ্জন দাশ। উল্লেখ্য এই সফরে ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ অকৃত্রিম বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে আছে জাপান। টানা তৃতীয় দফা সরকার গঠনের পর চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৮ তারিখ সন্ধ্যায় জাপান পৌছে সেদিনই প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
আজ জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যে বৈঠকের মধ্যে দিয়ে জাপানের সঙ্গে আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি হওয়ার কথা রয়েছে।
এরপর ৩০ মে ২৫ তম ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উচ্ছসিত প্রবাসীরা, তাকে বরণ করেছেন বর্ণাঢ্যভাবে।
চারদিনের সফর শেষে ওআইসি সম্মেলনে যোগ দিতে আগামী ৩১ মে সৌদি আরবের উদ্দেশে জাপান ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!