তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের ইয়াবা সম্রাট খলিলকে ২৫ পিস ইয়াবা টেবলেটসহ বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমূলতলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার কামড়াবন্দ গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে খলিল মিয়া (২৬)। পুলিশ সুত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই কাজল চন্দ্র দেবের নেতৃত্বে ও এএসআই অনন্ত পাল, এএসআই উস্তার আলীর সহযোগীতায় খলিলকে শিমুলতলা গ্রামের সাবিরুন নেসার মুদি দোকানের সামনের রাস্তা থেকে ইয়াবা বিক্রি করার সময় ২৫ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করেন। তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই মনিরুল ইসলাম বলেন, বুধবার রাতে খলিল ইয়াবা বিক্রি করছে সংবাদ পেয়ে আমরা খলিলের বাড়ী গিয়েছিলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিল দৌড়ে পালিয়ে যায়। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক কাজী মোক্তাদির হোসেন জানিয়েছেন, এএসআই উস্তার আলী বাদী হয়ে খলিলের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং খলিলকে জিজ্ঞাসাবাদ চলছে।