1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিরাই আ. লীগের ইফতার মাহফিলে বক্তারা: শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে চলছে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ মে, ২০১৯, ২.৪২ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি :
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা আজ সর্বত্র মানবতার নেত্রী হিনেবে খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন। একসময় দেশ ছিল তলাবিহীন ঝুড়ি। সেই অপবাদ ঘুচিয়ে এদেশ আজ মধ্যম আয়ের দেশে উপনীত। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও দেশের আপামর জনগণের মুখে হাসি ফুটাতে নিরলস কাজ করে যাচ্ছেন। আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দিরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলপুর্ব আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার দিরাই বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারা বাজার) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। আরো বক্তব রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ, ফখর উদ্দিন, ছাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমার এওর, আব্দুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন দিরাই থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান আলী। ইফতার মাহফিলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের তিন সহস্্রাধিক নেতাকর্মীর সমাগম ঘটে।
ছবি ক্যাপশন- দিরাই উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!