মো. তরিকুল ইসলাম::
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সন্তান আফজল খান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তিনি ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সায়ুব খানের ছেলে। সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিষয়ে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত।
আফজাল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বে সে ধর্মপাশার জয়শ্রী হাই স্কুল ও সৈয়দ নজরুল কলেজে পড়াশোনা করছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ এম রহমান হলে থেকে বর্তমানে পড়াশোনা করছে।
আফজাল খান জানান, পড়াশোনা শেষ করে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে চানন তিনি। একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।