স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জের গণিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনওে খবর সংগ্রহে যাওয়ায়র পথে নিজেরাই দুর্ঘটনায় আহত হয়েছেন সুনামগঞ্জের দুই তরুণ সাংবাদিক।
রবিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম’ সুনামগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান পীর ও জাগোনিউজ ২৪ডটকম’র সুনামগঞ্জ প্রতিনিধি মোশাইদ রাহাত আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।
আহতরা জানান, তারা দক্ষিণ সুনামগঞ্জের গণিগঞ্জে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন। সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় তাদের মোটর সাইকেল দুর্ঘটনার কবলে পডড়ে। এতে তারা দু’জনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসরা জানিয়েছেন, আশিকুর রহমান পীর হাতে, পায়ে এবং রাহাত হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান চিকিৎসক।