স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সুনামগঞ্জে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত হয়েছে ঈদগাহগুলো। সরকারি-বেসরকারির প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জারও আয়োজন করা হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সুনামগঞ্জ পুলিশ প্রশাসনও আইন শৃঙ্খলা রক্ষায় সতর্কাবস্থায় আ্ছে।
এদিকে, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় সুনামগঞ্জ পৌর এলাকার ঈদগাহ ময়দান ও মসজিদসমূহে ঈদের নামাজ আয়োজনের সময় সূচি নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাবরের মতো এবারো শহরের কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টা ১৫ মিনিটে ষোলঘর ঈদগাহ ময়দান, ৮টা ৪৫ মিনিটে আরপিননগর ঈদগাহ ময়দান, সকাল ৮টা ৩০ মিনিটে লক্ষণশ্রী ঈদগাহ ময়দান (তেঘরিয়া), সকাল ৮টায় হাছননগর ঈদগাহ ময়দান, সকাল ৮টা ১৫ মিনিটে পুলিশ লাইন জামে মসজিদে, সকাল ৮টা ৩০ মিনিটে পাঠানবাড়ি ঈদগাহ ময়দান, সকাল ৮টা ১৫ মিনেটে আপ্তাবনগর ঈদগাহ ময়াদান, সকাল ৮টা ৩০মিনিটে সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ঈদগাহ ময়দান, সকাল ৮টায় মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়াদন, সকাল সাড়ে ৮টায় বড়পাড়া ঈদগাহ ময়দান, একই সময় মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ ময়দান, কালীপুর বায়তুন নূর জামে মসজিদ, বলাকা পাড়া জামে মসজিদ, হাছননগর মুসলিম ছাত্রাবাস জামে মসজিদ, সকাল ৮টায় নবীনগর জামে মসজিদ, জেলা কারাগার জামে মসজিদ এবং সকাল ৯টায় জেলা কারাগারের অভ্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হবে।