তাহিরপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগ তাহিরপুর উপজেলা শাখার উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংঘঠনের উদ্যোগে আজ মঙ্গল বার ৪ই জুন সন্ধ্যায় শ্রীপুর বাজার দলীয় আওয়ামীলীগ অফিসে ,তাহিরপুর উপজেলা আওয়ামীগের সাংঘঠনিক সম্পাদক মোদ্দাছির আলম সুবুল এর সভিপতিত্বে , ছাত্রলীগ নেতা রিফাত এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল।
প্রধান বক্তা হিসাবে তিনি বলেন শেখ হাসিনা সরকার কৃষক বান্ধব সরকার , দেশের সকল কৃষক যাতে ভাল ফসল উৎপাদন করতে পারে সেই দিগ বিবেচনা করে প্রতি বছর প্রতিটি কৃষক পরিবারকে সার ও বীজ দিয়ে সহযোগীতা করেন।শেখ হাসিনা নেত্রীত্বে বাংলাদেশএখন উন্নতশীল রাষ্টের পরিতন হচ্ছে। শেখ হাসিনার ভিশন সফল করতে হলে,আসুন আমরা সকল মিলে দ্বন্দ্ব ভুলে এক হয়ে মুজিব আদর্শে পথ চলি। সোনার বাংলা গড়ে তুলি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক বিল্লাল আমিন উপজেলা সেছাসেবক লীগের সভাপতি শুসেন বর্মন আওয়ামীলীগ নেতা মুশাহিদ আলম যুবলীগ নেতা মানিক পাল বাধন পলক ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শামনুর আখঞ্জী আওয়ামীলীগ নেতা সুজন নুর প্রমুখ।