স্টাফ রিপোর্টার::
পারিবারিক বিরোধের জের ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মারা গেছেন। নিহতের নাম শুকুর আলী (৫৫)। মঙ্গলবার রাতে উপজেলার পলাশ বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঈদের দিন সকালে ঘাতক ভাতিজা সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পলাশ বাজারের শুকুর আলী ও তার ভাতিজা সালাহ উদ্দিনের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার ৯টার দিকে কথা কাটাকাটির জের ধরে ভাতিজা সালাহ উদ্দিন চাচা শুকুর আলীর পেটে ছুরি বসিয়ে দেয়। স্থানীয়রা শুকুর আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথেই রক্তক্ষরণে মারা যান তিনি।
এদিকে ঈদের দিন সকাল ১০ টায় ঘাতক ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্বম্ভরপুর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।