দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে একটি মামলার পলাতক আসামি ইউপি সদস্য আঙ্গুর মিয়া কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ জুন) দুপুরে কুলঞ্জ ইউনিয়নের সুরিয়ার পাড়স্থ তার নিজ বাড়ি থেকে দিরাই থানার এ এস আই সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
দিরাই থানার ওসি নজরুল ইসলাম আসামি গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে জিআর মামলা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুবক্কর মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে আঙ্গুর মিয়া ও তার সহযোগীরা। আবু বক্করের ছেলে হাফেজ বদরুল ইসলাম হামজা বাদি হয়ে তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ কোর্টে মামলা করেন।