স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরে হতদরিদ্র বিধবার প্রথম শ্রেণি পড়ুয়া শিশু কন্যার ধর্ষক রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে দশটায় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষিতা শিশু কন্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
গত শনিবার রাত ৮টার দিকে চকলেট দেবার কথা বলে বসতঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে রহুল আমিন। রাতে শিশু কন্যা অসুস্থ হয়ে পড়ে। রবিবার বিকেলে তার প্রতিবেশি ভাবীর কাছে ঘটনা খুলে বললে তার মা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতাল ও আইনের আশ্রয় নিতে হুমকি ধমকি দেয় ধর্ষকের পরিবার।
সদর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ধর্ষক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। রহুল আমিনও অপ্রাপ্ত বয়স্ক। মোবাইল পর্ণোগ্রাফির কারণে সে বখে গেছে।