স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগ’র যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা’র কারা মুক্তি দিবস পালিত হয়েছে।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীহ’র আহবায়ক মখলিছুর রহমান’র সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগে’র যুগ্ন আহবায়ক মারুফ রশিদ’র
পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগে’র সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
জুবের আহমদ অপু বলেন, গণতন্ত্র বিরোধী, প্রগতি বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীরা ষড়যন্ত্র করে বাংলাদেশকে রাজনীতি ও নেতৃত্ব শুন্য করতে জাতির জনকের কন্যাকে অবৈধভাবে কারান্তরীণ করে নির্যাতন করেছে। তাকে মাইনাস করতে চেয়েছিল গণতন্ত্রের শত্রুরা। কিন্তু লক্ষ কোটি জনতা তাকে সম্মানের সঙ্গে আবার রাজনীতিতে ফিরিয়ে এনে টানা দুইবার ক্ষমতায় বসিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে সমীহ জাগানিয়া এক নাম। শেখ হাসিনা এখন জাতীয় নেতা থেকে বিশ্ব নেতা। সারা বিশ্বের বাংঙ্গালিদের প্রধান নেতা তিনি। বাংলাদেশকে তলাবিহীন ঝূড়ির বদনাম থেকে বের করে উন্নয়নের মূল স্রোতে নিয়ে এসেছেন। জাতির জনকের কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে দ্রত গতিতে এগুচ্ছে। গ্রাম হচ্ছে শহর। সর্বক্ষেত্রেই শেখ হাসিনার নেতৃত্বে পরিবর্তন ও উন্নয়নের ছোয়া লেগেছে বলে মন্তব্য করেন জুবের আহমদ অপু।
আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগে’র সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন,আর্ন্তজাতিক সম্পাদক জামাল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগে’র যুগ্ন আহবায়ক শিবলু আহমদ চৌধরী যুগ্ন আহবায়ক তাপস আহমদ,জাহির আলী খান, সদস্য রুহুল আমিন, মানিক কুরেশি, ওবায়াদুল হক ফাহিম, আব্দুল আহাদ প্রমুখ।