বিশেষ প্রতিনিধি::
পাসপোর্ট ফরমে প্রথম শ্রেণির কর্মকর্তার জাল সত্যায়ন ও চালানে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে সুনামগঞ্জের পাসপোর্ট প্রসেসিং আল মামুন মার্কেটে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক। পরে তিনি মার্কেটটি সিলগালা করে দেন। মঙ্গলবার দুপুরে তিনি দর্শণার্থীদের সঙ্গে বাইরের ছাউনীতে কাজ করার সময় পাসপোর্ট অফিসের সামনে জঠলা দেখে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় ভুক্তভোগীরা জানান, পাসপোর্ট প্রসেসিংয়ে তাদের কাছ থেকে চালানে ১০০০-১৫০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আল মামুন মাকের্টে যেতে যেতেই পাসপোর্ট প্রসেসিং অফিসের লোকজন সটকে পড়ে। এসময় তিনি তাদের টেবিলে ও ড্রয়ার থেকে বিভিন্ন কলেজের প্রথম শ্রেণির কর্মকর্তাদের সত্যায়নের সিলমোহর পান। এ ঘটনায় তিনি মার্কেটের মালিককে ডেকে এনে মার্কেটটি সিলগালা করে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমার কার্যালয়ের খোলা চত্বরে দর্শণার্থীদের সঙ্গে রুটিন কাজ করছিলাম। এসময় পাসপোর্ট অফিসের সামনে জঠলা দেখে এগিয়ে গিয়ে পাসপোর্ট করতে আসা লোকদের সঙ্গে কথা বলে জানতে পারি তাদের কাছ থেকে চালানে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। সাথে সাথে আল মামুন মার্কেটে অভিযান চালিয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা ও কাউন্সিলরদের জাল সত্যায়নের সিলমোহরসহ বিভিন্ন কাগজ উদ্ধার করি। পরে মার্কেটের মালিককে ডেকে এনে এটি সিলগালা করে দিয়েছি।