স্টাফ রিপোর্টার::
নিখোঁজের তিনদিন পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে মোটর সাইকেল চালক আবুল মিয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের পাশের একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবুল মিয়া তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এঘটনায় পুলিশ শক্তিয়ারখলা তিন যুবককে আটক করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবুল মিয়া গত সোমবার রাতে তাহিরপুর উপজেলার বাজার থেকে যাত্রী নিয়ে বিশ্বম্ভপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারে যান। রাত ৯টায় পরিবারের লোকজন খবর পান এই গ্রামের কয়েকজন লোক তাকে আটক করেছে। খবর পেয়ে পরিবারের লোকজন আসলে জানানো হয় আবুল মিয়া পালিয়ে গেছে। এরপর থেকে তিনি নিখোজ ছিলেন। বুধবার সকালে ডোবা থেকে তার অর্ধগলিত লাশ ভেসে ওঠলে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেন। এই খবর পেয়ে স্বজনরাও এসে লাশ শণাক্ত করেন। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এদিকে এ ঘটনায় শক্তিয়ার খলা গ্রামের মিলন মিয়া, কালাম মিয়া ও আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদেরকে থানায় আটকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নামে ৩ জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ ও বিশ্বম্ভপুর দায়িত্বে) জয়নাল আবেদিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কারা কি কারণে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়েছে আমরা তদন্ত শুরু করেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।