স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ০ কি.মি. থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত সড়ক পার্শ্ববর্তী সড়ক ও জনপথের জায়গায় নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের হাতে আবেদনপত্র তুলে দিয়েছেন প্রতিবাদী মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর।
শনিবার সকালে সিলেট নগরীর রায়নগরে সওজ, বিআরটিএ ও বিআরটিসির কার্যক্রম নিয়ে গণশুনানী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব নজরুল ইসলামের হাতে তিনি আবেদনটি তুলে দেন। আবেদন গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। উল্লেখ্য এর আগে একই দাবিতে তিনি গত ২১ জানুয়ারি সড়ক ও সেতু মন্ত্রীসহ প্রশাসনের সংশ্লিষ্ট দফতরে লিখিত আবেদন করেছিলেন। মালেক পীরের আবেদনের বিষয়টি নিয়ে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ মন্ত্রীও সুনামগঞ্জে এসে সরেজমিন পরিদর্শন করে সড়ক বিভাগের সংশ্লিষ্টদের নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। সম্প্রতি সুনামগঞ্জ শহরে পানসি রেস্টুরেন্টের একটি অংশও সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে নির্মিত হয়েছে।
লিখিত আবেদন সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর উল্লেখ করেছেণ সড়ক ও জনপথ বিভাগের নির্মিত পরিদর্শন বাংলা, অফিস, বাসভবন, ওয়ার্কসপ, গ্যারেজসহ সরকারি-বেসরকারি প্রায় ৩০০ অবৈধ স্থাপনা রয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ সিলেট সড়কে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠেছে। এসব স্থাপনা উচ্ছেদ করা জরুরি। এভাবে অন্যান্য অবৈধ স্থাপনাগুলোও নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে। পুরাতন বাসস্টেশনে ফানসি রেস্টুরেন্ট নির্মাণেও সরকারি জায়গা দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্মাণের সময় স্থানীয় সহকারি কমিশনার (ভূমি) বাধা দিয়েছিলেন বলেও জানা যায়।
জানা গেছে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে গত ১১ ফেব্রুয়ারি মালেক পীরের আবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ০৫.৪৬.৯০০০.০১৫.০২.০২৪.১৬০ নং স্মারকে সদর উপজেলা নির্বাহী অফিসারকে এবং উপজেলা নির্বাহী অফিস সরেজমিন তদন্ত করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য সহকারি কমিশনারকে নির্দেশ দিলেও আজও প্রতিবেদন জমা দেওয়া হয়নি। এ নিয়ে সচিবের সামনে ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা মালেক পীর।
মালেক হুসেন পীর বলেন, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দুই দিকেই অনেক অবৈধ স্থাপনা গড়ে ওঠেছে। বিশেষ করে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনসহ বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মিত হয়েছে। আমি এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযোগ করেছি। ব্যবস্থা নেওয়া না হলে জনস্বার্থে মামলার জন্যও প্রস্তুতি নিচ্ছি।