স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওর আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নূরুল হককে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার
নূরুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য গত ১৪ মার্চ রাতে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে দুবৃত্তদের হামলায় আহত হন আজাদ মিয়া। ১৮ মার্চ রাতে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নূরুল হককে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই নাট্যকার আফরোজ রায়হান। পুলিশ ঘটনার পর তিনজনকে খুনের আলামতসহ গ্রেপ্তার করে।
গ্রেপাতারকৃতরা হত্যকান্ডের কথা স্বীকার করে জবানবন্দী দেয়। এই মামলায় প্রধান আসামি নূরুল হক হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার নিম্ন আদালতে হাজিরা দিতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।