দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও নবেন্দু চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী প্রমুখ।